রাজ্যের শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো, মেধাবী। তারা ইংরেজি লিখতে পারে। কিন্তু বলার সময় কিছুটা সমস্যায় পড়েন। এই সমস্যা বিশেষত যারা পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। ফলস্বরূপ এই রাজ্যের পড়ুয়ারা সর্বভারতীয় পরীক্ষায় কিছুটা পিছিয়ে পড়ছে। তাই শিক্ষার্থীদের ইংরেজি লেখাপড়া এবং কথোপকথনের দক্ষতা বৃদ্ধির জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিকে উদ্যোগ নেয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর।
পাশাপাশি শিক্ষাদপ্তর ডব্লিউবিসিএস (WBCS), ইউপিএসসি (UPSC), পিএসসি (PSC) -র মত প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য সচেতন করার বার্তাও দিতে বলেছেন।
ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বিডিও -রা স্থানীয় শিক্ষার্থীদের, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণের সহ মক টেস্টের ব্যবস্থা করেছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিউ আলিপুর কলেজ (New Alipore College)-এর অধ্যক্ষ জয়দেব সাড়েঙ্গী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলি এভাবে এগিয়ে এলে সিভিল সার্ভিস বা অন্যান্য সর্বভারতীয় পরীক্ষায় এরাজ্যে পড়ুয়ারা আরো ভালো ফল করবে।
1 Comments
Good idea
ReplyDelete