১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জহরলাল নেহেরু। ১৯৫১-৫২ সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনে জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের পর স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মন্ত্রিসভা গঠিত হয় ১৯৫২ সালের ১৫ই এপ্রিল।
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা (First Cabinet of Independent India) :
▪️ভারতের প্রথম প্রধানমন্ত্রীঃ জওহরলাল নেহেরু
▪️ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীঃ সর্দার বল্লবভাই প্যাটেল
▪️ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীঃ সর্দার বলদেব সিং
▪️ভারতের প্রথম অর্থমন্ত্রীঃ আর. কে. সম্মুখম চেট্টি
▪️ভারতের প্রথম শিক্ষামন্ত্রীঃ মৌলানা আবুল কালাম আজাদ
▪️ভারতের প্রথম আইনমন্ত্রীঃ ড. বি. আর. আম্বেদকর
▪️ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীঃ রাজকুমারী অমৃত কাউর
▪️ভারতের প্রথম শ্রমমন্ত্রীঃ জগজীবন রাম
▪️ভারতের প্রথম খাদ্য এবং কৃষিমন্ত্রীঃ ড. রাজেন্দ্র প্রসাদ
আরো দেখুনঃসম্পূর্ণ বিবরণ সহ ভারতের রাষ্ট্রপতিদের তালিকা
▪️ভারতের প্রথম শিল্প ও সরবরাহমন্ত্রীঃ ড. শ্যামাপ্রসাদ মুখার্জি
▪️ভারতের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রীঃ আর. আর. দিবাকর
▪️ভারতের প্রথম রেল ও পরিবহণ মন্ত্রীঃ ড. জন মাথাই
0 Comments