নমস্কার, শিক্ষার্থীগণ। আজ আমরা চতুর্থ শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'পরিবেশের উপাদান : জীবজগৎ' -এর 'চারপাশের নানা জীব' অংশের প্রশ্নোত্তর গুলি করবো। তোমাদের সুবিধার্থে খুবই সহজ, সরল ভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শ্রেণীঃ চতুর্থ শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ পরিবেশের উপাদান : জীবজগৎ (চারপাশের নানা জীব)
তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো।
তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা | তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা |
---|---|
১। কুকুর | ১। খাট |
২। বটগাছ | ২। বালি |
৩। কাক | ৩। পেন |
৪। আমগাছ | ৪। বই |
৫। ছাগল | ৫। চেয়ার |
জড় ও জীব কী কী বিষয়ে আলাদা তা লিখে ফেলো।
জড় | জীব |
---|---|
এদের জীবন নেই। | এদের জীবন আছে। |
এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না। | এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে। |
নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না। | নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে। |
নিজে থেকে আকারেও বাড়ে না। | এরা নিজে নিজেই আকারে বাড়ে। |
এদের জন্ম, মৃত্যু নেই। | এদের জন্ম হয় আবার মারাও যায়। |
উপরোক্ত চতুর্থ শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'পরিবেশের উপাদান : জীবজগৎ' -এর 'চারপাশের নানা জীব' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।
0 Comments