Latest

6/recent/ticker-posts

চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের 'চারপাশের নানা জীব' অংশের প্রশ্নোত্তর | Class 4 Amader Poribesh | Bangla e School

মস্কার, শিক্ষার্থীগণ। আজ আমরা চতুর্থ শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'পরিবেশের উপাদান : জীবজগৎ' -এর 'চারপাশের নানা জীব' অংশের প্রশ্নোত্তর গুলি করবো। তোমাদের সুবিধার্থে খুবই সহজ, সরল ভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শ্রেণীঃ চতুর্থ শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ পরিবেশের উপাদান : জীবজগৎ (চারপাশের নানা জীব) 

তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো।

তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা
১। কুকুর ১। খাট
২। বটগাছ ২। বালি
৩। কাক ৩। পেন
৪। আমগাছ ৪। বই
৫। ছাগল ৫। চেয়ার

জড় ও জীব কী কী বিষয়ে আলাদা তা লিখে ফেলো।
 
জড় জীব
এদের জীবন নেই। এদের জীবন আছে।
এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না। এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে।
নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না। নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে।
নিজে থেকে আকারেও বাড়ে না। এরা নিজে নিজেই আকারে বাড়ে।
এদের জন্ম, মৃত্যু নেই। এদের জন্ম হয় আবার মারাও যায়।


উপরোক্ত চতুর্থ শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'পরিবেশের উপাদান : জীবজগৎ' -এর 'চারপাশের নানা জীব' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।

Post a Comment

0 Comments