৩য় শ্রেণীর আমাদের পরিবেশের 'গা, হাত, পায়ের যত্ন' অনুশীলনের প্রশ্নোত্তর
নমস্কার, শিক্ষার্থীগণ। আজ আমরা তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'গা, হাত, পায়ের যত্ন' অংশের প্রশ্নোত্তর গুলি করবো। তোমাদের সুবিধার্থে খুবই সহজ, সরল ভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে।শ্রেণীঃ তৃতীয় শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ শরীর (গা, হাত, পায়ের যত্ন)
গা, হাত, পায়ের যত্ন
• নখ, মাথা, গা-হাত-পা পরিষ্কার করতে গিয়ে কী কী সমস্যা দেখেছো? নীচে লেখো :
বিষয় | কী সমস্যা হয়েছে | কীভাবে তা মিটেছে |
---|---|---|
নখ | আঙুলের নখের নীচে ময়লা জমেছে। | ব্লেড বা নেল কাটার দিয়ে খুবই সাবধানে নখ কেটে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। |
মাথা | মাথার চুলে ময়লা জমেছে। | সাবান অথবা শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। |
গা | পিঠে, ঘাড়ে, কানের পিছনে শরীরের বিভিন্ন ভাঁজে নোংরা জমেছে। | সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করা হয়েছে। |
হাত-পা | কনুই, গোড়ালিতে নোংরা জমেছে। | সাবান দিয়ে পরিষ্কার করা হয়েছে। তারপর তেল মাখতে হয়েছে। |
উপরোক্ত তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'গা, হাত, পায়ের যত্ন' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।
0 Comments