Latest

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মান ২০২২ তালিকা – West Bengal Government Banga Bibhushan Samman Award 2022 Full List

জ আমরা জেনে নেব বঙ্গবিভূষণ সম্মান সম্পর্কে। কাদের দেওয়া হয় এই বঙ্গবিভূষণ সম্মান? কেনই বা দেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান? বঙ্গবিভূষণ সম্মান ২০২২ কারা পেলেন? আসুন দেখে নিই . . .
 

বঙ্গবিভূষণ সম্মান (Banga Bibhushan Samman) :

"বঙ্গবিভূষণ" পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি সম্মান পুরস্কার। ২০১১ সালের ২৫শে জুলাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেতাব চালু করেন। বিভিন্ন ক্ষেত্রের নানা বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়। এই সম্মান পুরস্কারটি সর্বভারতীয় স্তরে প্রচলিত 'পদ্মবিভূষণ সম্মান' -এর আদলে চালু করা হয়েছে। বঙ্গবিভূষণ অসামরিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ সরকারি সম্মাননা।

প্রথম বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার প্রাপক (Recipient of the first Banga Bibhushan Samman Award) :

২০১১ সালে বঙ্গবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপকেরা হলেন অমলা শঙ্কর, মহাশ্বেতা দেবী, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মান্না দে, আমজাদ আলি খান, দ্বিজেন মুখোপাধ্যায়, শৈলেন মান্না ও হারাধন বন্দ্যোপাধ্যায়।

২০২২-এর বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হলেন ১৭ জন বিশিষ্ট মানুষ। কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ব্যানার্জি ২৫ শে জুলাই ২০২২-এ এই ১৭ জনের হাতে এই সম্মান পুরস্কার তুলে দেন। আসুন দেখে নিই ২০২২ সালের বঙ্গবিভূষণ সম্মান বিজয়ীদের তালিকা –

বঙ্গবিভূষণ সম্মান ২০২২ তালিকা | Full List of Banga Bibhushan Samman 2022


Sl. No. Name Award
1. অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ 2022
2. অধ্যাপক বিকাশ সিনহা বঙ্গবিভূষণ 2022
3. পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জী বঙ্গবিভূষণ 2022
4. জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য বঙ্গবিভূষণ 2022
5. শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা বঙ্গবিভূষণ 2022
6. শ্রী হর্ষবর্ধন নেওটিয়া বঙ্গবিভূষণ 2022
7. শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ 2022
8. শ্রী কুমার শানু বঙ্গবিভূষণ 2022
9. শ্রী অভিজিৎ ভট্টাচার্য বঙ্গবিভূষণ 2022
10. পন্ডিত দেবজ্যোতি বসু বঙ্গবিভূষণ 2022
11. শ্রী দেবশঙ্কর হালদার বঙ্গবিভূষণ 2022
12. শ্রী অশোক দাশগুপ্ত বঙ্গবিভূষণ 2022
13. আবুল বাশার বঙ্গবিভূষণ 2022
14. অধ্যাপক কৌশিক বসু বঙ্গবিভূষণ 2022
15. মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বঙ্গবিভূষণ 2022
16. ইস্টবেঙ্গল ক্লাব বঙ্গবিভূষণ 2022
17. মহামেডান স্পোর্টিং ক্লাব বঙ্গবিভূষণ 2022
 
 
এক নজরে বঙ্গবিভূষণঃ

১) বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার কে প্রদান করে?
উঃ বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার প্রদান করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

২) বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার কবে চালু হয়?
উঃ ২০১১ সালের ২৫শে জুলাই বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার কবে চালু হয়।

৩) প্রথম বঙ্গবিভূষণ খেতাবের প্রাপক কে?
উঃ অমলা শঙ্কর প্রথম বঙ্গবিভূষণ খেতাবের প্রাপক।

৪) সুচিত্রা সেন কবে বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার পান?
উঃ সুচিত্রা সেন বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার পান ২০১২ সালে।

৫) বঙ্গবিভূষণ সম্মান পুরস্কার কোন সর্বভারতীয় সম্মানের আদলে চালু হয়?
উঃ বঙ্গবিভূষণ সম্মান পুরস্কারটি সর্বভারতীয় স্তরে প্রচলিত 'পদ্মবিভূষণ সম্মান' -এর আদলে চালু করা হয়।

Post a Comment

0 Comments