Latest

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গে SAS EXAM ডিসেম্বরেই, বিস্তারিত জানুন | Bangla E School

West Bengal SAS (State Achivement Survey) 
SAS (State Achivement Survey)

NAS ( National Achivement Survey)-র মতোই এবছর ডিসেম্বর থেকে SAS (State Achivement Survey) পরীক্ষা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষার্থীদের লেখাপড়ার মান নির্ণয় এবং শিক্ষার মান উন্নয়নই এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা SAS -এর মূল উদ্দেশ্য। 

SAS (State Achivement Survey) পরীক্ষা নেওয়া হবে MCQ পদ্ধতিতে। বাংলা, গণিত ও পরিবেশ বিষয়ের উপর প্রশ্ন থাকবে। সকল পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে OMR শিটে। 

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের মধ্যে চারটি শ্রেণীর পড়ুয়াদের এই SAS পরীক্ষা নেওয়া হবে। এই চারটি শ্রেণী হল তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে স্কুল বেছে নিয়ে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। 



SAS (State Achivement Survey) West Bengal FAQ :

1. SAS কি? 
উ: SAS হলো State Achivement Survey -এর সংক্ষিপ্ত রূপ। 

2. SAS বা State Achivement Survey -এর উদ্দেশ্য কি?
উ: রাজ্যের শিক্ষার্থীদের লেখাপড়ার মান নির্ণয় এবং শিক্ষার মান উন্নয়নই এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা SAS -এর মূল উদ্দেশ্য। 

3. কোন কোন শ্রেণীতে SAS পরীক্ষা নেওয়া হবে?
উ: তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী।

4. রাজ্যের সমস্ত বিদ্যালয়ে তে কি SAS এই পরীক্ষা নেওয়া হবে? 
উ: না। এলোমেলো ভাবে বাছাই করা বিদ্যালয় গুলিতে এই পরীক্ষা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments