আবার ‘মর্নিং স্কুল’ চালু হচ্ছে
সদ্য শেষ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলির গরমের ছুটি। কিন্তু গরমের তীব্রতা কমেনি একফোঁটাও। গরমের তীব্রতা ক্রমবর্ধমান। বিদ্যালয় খুললেও তাই বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না বা স্কুলে গেলেও অসুস্থ হয়ে পড়ছিল। তাই এবার বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অত্যাধিক গরমের কারণে উদ্ভূত পরিস্থিতি, শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠন গুলি ও শিক্ষার্থীদের অভিভাবক, অভিভাবিকা গন এবং অবর বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে প্রাপ্ত ঘটনা জানতে পেরে বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনস্থ সকল প্রাথমিক / নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে প্রাতঃকালীন অধিবেশন (Morning School) চলার নির্দেশ দিয়েছে।
পূর্ব বর্ধমান জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলি তে কাল অর্থাৎ ১৭/০৬/২০২৩ থেকে সকালে পঠন পাঠন চলবে। বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন শুরু হবে সকাল ৬.৩০ মিনিটে এবং শেষ হবে সকাল ১১.৩০ মিনিটে। তবে সমস্ত বিদ্যালয় গুলিতে মিড ডে মিল (Mid Day Meal) চালু থাকবে।
Highlights:• ১৭/০৬/২০২৩ থেকে সকালে স্কুল।• বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হবে সকাল ৬.৩০ টায়।• বিদ্যালয় পঠন-পাঠন শেষ হবে সকাল ১১.৩০টায়।
অধিকাংশ শিক্ষা অনুরাগীরাই মর্নিং স্কুলের দাবি জানাচ্ছিলেন। এবার বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তে খুশি সকল অভিভাবকগণ। শীঘ্রই গোটা রাজ্য জুড়ে মর্নিং স্কুল চালু হবে বলে আশা করা যাচ্ছে।
0 Comments