শিক্ষাশ্রী স্কলারশিপ | Apply for Sikshashree Scholarship | শিক্ষাশ্রী স্কলারশিপের যোগ্যতা, আবেদন পদ্ধতি
শিক্ষাশ্রী স্কলারশিপ (Sikshashree Scholarship) প্রকল্পটি রাজ্যের সেই সমস্ত ছাত্র -ছাত্রীদের জন্য যারা তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের (OBC) অন্তর্গত।
🟥 শিক্ষাশ্রী স্কলারশিপ কি? (What is Shikshashree Scholarship?)
পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষার প্রচার এবং বিদ্যালয় গুলিতে ড্রপআউটের সংখ্যা কমাতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC, ST এবং OBC শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষাশ্রী প্রকল্পটি সুবিধা পেতে হলে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ বা তার কম হতে হবে।
🟥 শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কারা যোগ্য? (Who is Eligible for Shikshashree Scholarship?)
শিক্ষাশ্রী স্কলারশিপ পেতে হলে নিন্মের যোগ্যতাগুলি থাকতে হবে -
১) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই শিক্ষাশ্রী প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারবে।
২)আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত একটি সরকারি বিদ্যালয় অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের নিয়মিত পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে।
৩)শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডে স্কলার এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
৪)আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2.5 লাখ বা তার কম হতে হবে।
৫) আবেদনকারীর অবশ্যই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্য কোনো আর্থিক সহায়তা পাওয়া যাবে না।
৬) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
🟥 শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? (What documents are required to apply for the Shikshashree Scholarship?)
শিক্ষাশ্রী স্কলারশিপের আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টস গুলি দিতে হবে তা হল -
১) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স,
২) পিতামাতার আয়ের সার্টিফিকেটের জেরক্স,
৩) কাস্ট সার্টিফিকেটের জেরক্স,
৪) আবেদনকারীর ব্যাংক পাসবুকের জেরক্স,
৫) পূর্ববর্তী শ্রেণীর মার্কসিটের জেরক্স,
৬) মোবাইল নাম্বার
🟥 শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করার পদ্ধতি? (How to Apply Shikashree Scholarship?)
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য নির্দিষ্ট ভারপ্রাপ্ত শিক্ষক/ শিক্ষিকা রয়েছেন। উপরোক্ত ডকুমেন্টস গুলির সঙ্গে শিক্ষার্থী নিজের বিদ্যালয়ে সেই নির্দিষ্ট ভারপ্রাপ্ত শিক্ষক/ শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।প্রয়োজনে আবেদনকারী বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন একটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতি।
🟥 শিক্ষাশ্রী প্রকল্পের বৃত্তির পরিমাণ কত? (What is the scholarship amount of Shikashree project?)
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের পর আবেদনকারীর অ্যাপ্লিকেশন অনুমোদিত হলে আবেদনকারী এই শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে সেই বছর এককালীন আটশো টাকা (₹ 800) স্টাইপেন্ড পাবেন।
মনে রাখবেন যে, আপনার শিক্ষাশ্রী স্কলারশিপের অর্থ শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
✴️ এক নজরে `শিক্ষাশ্রী স্কলারশিপ' :🔸পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।🔸SC, ST বা OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে।🔸পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে।🔸বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ বা তার কম হতে হবে।🔸পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।🔸রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো আর্থিক সহায়তা পাওয়া যাবে না।🔸নিজের ব্যাংক একাউন্ট থাকতে হবে।🔸বার্ষিক এককালীন আটশো টাকা (₹ 800) স্টাইপেন্ড পাওয়া যাবে।
শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩ আবেদন শুরু হয়ে গেছে।
🔴 Shikshashree Scholarship FAQ :
১। শিক্ষাশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
|> শিক্ষাশ্রী স্কলারশিপে বার্ষিক এককালীন আটশো টাকা (₹ 800) পাওয়া যায়।
২। শিক্ষাশ্রী স্কলারশিপ কতবার পাওয়া যায়?
|> শিক্ষাশ্রী স্কলারশিপ বছরে একবার পাওয়া যায়।
৩। OBC A এবং OBC B - উভয়েই কি আবেদন করতে পারবে?
|> হ্যাঁ। OBC A এবং OBC B, উভয়েই আবেদন করতে পারবে।
৪। শিক্ষাশ্রী স্কলারশিপ কি অনলাইনে আবেদন করা যায়?
|> না, শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন সম্পূর্ণ অফলাইন পদ্ধতি।
৫। শিক্ষাশ্রী স্কলারশিপের অর্থ কোথায় প্রদান করে?
|> শিক্ষাশ্রী স্কলারশিপের অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়।
1 Comments
Nice
ReplyDelete