Latest

6/recent/ticker-posts

কি ও কী-এর মধ্যে পার্থক্য | কি ও কী-এর সঠিক ব্যবহার ও প্রয়োগ | Bangla e School

কি ও কী-এর মধ্যে পার্থক্য | কি ও কী-এর সঠিক ব্যবহার ও প্রয়োগ

কি ও কী-এর সঠিক ব্যবহার ও পার্থক্য

প্রি
য় শিক্ষার্থীগণ, আমরা অনেকেই মনে করি যে, কি ও কী-এর মধ্যে কোনো পার্থক্যই নেই। কি ও কী শব্দ দুটোর যেকোনো একটা লিখলেই চলে। কিন্তু শিক্ষার্থীরা তোমাদের জেনে রাখা দরকার, কি আর কী - উভয়েই প্রশ্নবাচক শব্দ হলেও দুটি একেবারেই আলাদা শব্দ। এদের পার্থক্য জানা থাকলে এবং ঠিকঠাক মতো শব্দ দুটোর প্রয়োগ ঘটালে বাক্যের অর্থ চট করে বুঝে ফেলা যায়। 

🟥 কি ও কী-এর মধ্যে পার্থক্যঃ

যেসব প্রশ্নের উত্তর দিতে বিশদ বিবরণের প্রয়োজন হয় না বরং ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা অথবা শুধুমাত্র মাথা নাড়িয়েই দেওয়া দেয়া যায়, সেসব প্রশ্নে ‘কি’ (হ্রস ই-কার) ব্যবহৃত হবে।
উদাহরণঃ
তুমি কি আজ বিদ্যালয়ে যাবে?
আমি যা দেখি, তুমি কি তাই দ্যাখো?
তুমি কি আমার বন্ধু হবে?

অপরদিকে যেসব প্রশ্নের উত্তর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেয়া যায় না, বাক্যের উত্তর বিশদ বিবরণ বা বর্ণনা দ্বারা দিতে হয়, সেসব ক্ষেত্রে ‘কী’ (দীর্ঘ ঈ-কার) ব্যবহৃত হবে। 
উদাহরণঃ
তোমার নাম কী?
তোমার কী খেতে ভালো লাগে?
তুমি কী খেলতে ভালোবাসো?

আশা করি  ‘কি’ ও ‘কী’ নিয়ে সংশয় দূর হয়েছে। এবার নিচের অংশটি একবার মন দিয়ে দেখো, আরো সহজ করে বোঝানো হলো তোমাদের সুবিধার্থে।

তুমি কি খাবে?
তুমি কী খাবে?
প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে সে খাবে কি-না, যার উত্তর হতে পারে "হ্যাঁ, খাবো।" অথবা "না, খাবো না।"; যেখানে দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে সে কোন খাবারটি খাবে, যার উত্তর কোনো খাদ্যের নাম হতে পারে। শুধু হ্যাঁ কিংবা না দিয়ে এর উত্তর দেয়া যাবে না।

🔳 ‘কি’ ব্যবহারের আরও কয়েকটি নিয়ম: 


১) নাকি, বৈকি, এমনকি প্রভৃতি যৌগিক শব্দগুলিতে ‘কি’ লিখতে হয়। 

২) বিকল্প বোঝাতে ‘কি’ লিখতে হয়। যেমন: আজ কি কাল, একদিন যেতেই হবে। 

৩)বাক্যে বিস্ময়বোধক ভাব প্রকাশের ক্ষেত্রে ‘কি’ ব্যবহার করা হয়। যেমন: বল কি! লোকটি এত সৎ।

৪) বাক্যে সংশয়সূচক কিছু বোঝাতে ‘কি’ ব্যবহার করা হয়। যেমন: বাচ্চা ছেলেটা কি এই কাজটি করতে পারবে।

🔳 ‘কী’ ব্যবহারের আরও কয়েকটি নিয়ম: 


১)আবেগ প্রকাশে টেনে উচ্চারণ করার কারণে ‘কী’ লেখাই নিয়ম। যেমন: কী, এতবড় সাহস!

২)বিস্ময়সূচক বাক্যে বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হলে ‘কী’ লিখতে হবে। যেমন : আহা! কী যে ভালো লাগল!


এক কথায় কি ও কী এর মধ্যে পার্থক্যঃ
যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয়, সেসব প্রশ্নে ‘কি’ ব্যবহৃত হবে; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় না, সেসব ক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে।


এখন থেকে আমরা কি আর কী-এর সঠিক প্রয়োগ করব এবং ভাষার শুদ্ধতা বজায় রাখব।

Post a Comment

0 Comments