WB School Holiday 2025 | ২০২৫ সালের বিদ্যালয় ছুটির তালিকা
প্রতিবারের মত এবারও বছর শেষ হবার আগেই পরবর্তী বছরের অর্থাৎ ২০২৫ সালের বিদ্যালয় ছুটির তালিকা (School Holiday List 2025) প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ( West Bengal Board of Primary Education)। ২০২৫ সালের এই ছুটির তালিকা পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারী ও সরকারী সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত প্রাথমিক / অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
২০২৫ সালে রবিবার বাদে মোট ছুটি থাকছে ৬৫ দিন। দুর্গাপূজায় টানা ২৫ দিন ছুটি থাকছে। আগের বছরগুলির মত ২০২৫ বছরটিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের জন্য আলাদাভাবে কোন ছুটি থাকছে না।
WB School Holiday List 2025
🔺 All District Primary School Holiday List : Download
Frequently Asked Questions of WB School Holiday :
1. 2025 সালে মোট কত দিন ছুটি আছে?
উঃ সর্বমোট 65 দিন ছুটি আছে।
2. বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের জন্য কি কোন ছুটি রয়েছে?
উঃ না, নেই।
3. দুর্গাপূজায় কত দিন ছুটি থাকবে?
উঃ ২৫ দিন (রবিবার বাদে)।
4. গ্রীষ্মাবকাশ কতদিন থাকবে?
উঃ ৯ দিন (রবিবার বাদে)।
0 Comments