বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান গান (Swasthya Bidhan Gaan)
ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই প্রতিদিন প্রার্থনার আগে প্রত্যেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা ও পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ও প্রার্থনার পরে স্বাস্থ্যবিধান গান অভ্যাস করানো প্রয়োজন যাতে তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং তাদের পূর্ণ বিকাশের পথ মসৃণ হয়।
নীচে স্বাস্থ্যবিধান গানটি দেওয়া হলঃ
স্বাস্থ্যবিধান গান (Swasthya Bidhan Gaan)
রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাইসব প্রানে, সব মনে,শুরু হোক্ বাঁচার লড়াই ।তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার,ধ্বংস হোক্ সব জীবাণু, স্তব্ধ হোক্ হাহাকার ।পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই,সব প্রানে, সব মনে, শুরু হোক্ বাঁচার লড়াই।দয়া নয় করুনা নয়, চাই না কোন সান্তনা,ঝঞ্ঝা ভয় করবো জয়, চাই অনুপ্রেরনা ।রোগ মৃত্যুকে রুখতে চাই, স্বাস্থ্যবিধান মেনে ভাই,সব প্রানে, সব মনে, শুরু হোক্ বাঁচার লড়াই ।
1 Comments
Good
ReplyDelete