Latest

6/recent/ticker-posts

WB School Sports : রাজ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে বড় সিদ্ধান্ত পর্ষদের

Wb Annual sports

রাজ্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে অবশেষে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। করোনার কারণে বিগত বছরগুলিতে বন্ধ ছিল ক্রীড়া প্রতিযোগিতা। বছর শেষ হতে চললেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কোন সংবাদ ছিলনা এবারও। দেরিতে হলেও এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

সূত্রানুযায়ী জানা গেছে, পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে - পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিদ্যালয়, অঞ্চল, চক্র, মহকুমা এবং জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা শেষ করতে হবে 3রা জানুয়ারি 2023 থেকে 10ই ফেব্রুয়ারি 2023 এর মধ্যে। এরপর 20ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা হবে। 

3rd Jan to 10th Feb'23 : বিদ্যালয়, অঞ্চল, চক্র, মহকুমা এবং জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা

11th Feb to 20th Feb'23 : রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিযোগিতা না হওয়ার কারণে কিছুটা খুবই সৃষ্টি হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক থেকে ক্রীড়াপ্রেমী - সকলের মনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে খুশি সমগ্র শিক্ষা মহল।





Post a Comment

0 Comments