রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিভাগে ভর্তি শুরু হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী।
আপনার বাচ্চার বা আপনার বাসায় ছোট্ট সদস্যটির বিদ্যালয়ে ভর্তির বয়স হয়েছে। বিদ্যালয়ে ভর্তি করাতে চান? কিন্তু বিদ্যালয়ে ভর্তির ফর্ম (School Admission Form) পাচ্ছেন না? তো এই পোস্টটি আপনার জন্য।
West Bengal Board of Primary Education তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীন রাজ্যের যেকোনো বিদ্যালয়ে প্রাক প্রাথমিক (Pre- Primary) থেকে অষ্টম শ্রেণী (Class VIII) পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থীর দু কপি রঙিন ছবি, জন্ম প্রমাণপত্রের জেরক্স, আধার কার্ডের জেরক্স সহ নির্দিষ্ট ভর্তির ফর্ম (School Admission Form) ফিলাপ করতে হবে। বিদ্যালয় ভর্তি ফর্ম স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে নিচে বিদ্যালয়ে ভর্তির ফর্মটি (School Admission Form) দেওয়া হল তা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।
School Admission Form 2023
আপনার বাচ্চাটিকে যদি বিদ্যালয়ে ভর্তি করাতে চান তো অতি অবশ্যই নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় যোগাযোগ করুন এবং তার শিক্ষার সুযোগ করে দিন। মনে রাখবেন প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক।
School Admission Form 2023 : Download
Follow us on Google News
0 Comments