হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচিতে শিক্ষকের ভূমিকা | Teacher's Role in Measles & Rubella Vaccination Program
হাম ও রুবেলা একটি প্রতিষেধক যেটা হাম ও রুবেলা রোগ থেকে আপনার সন্তানদের সুরক্ষা দেবে। এই হাম ও রুবেলা টিকা সমগ্র দেশে শিবির করে বিদ্যালয়ে ও আউট রিচ অধিবেশনের মাধ্যমে দেওয়া হবে। পরবর্তীকালে এই টিকা নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এই টিকাকরণ শিবিরের মাধ্যমে সমস্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের একটি ডোজ টিকা দেওয়া হবে ( তারা MR/ MMR টিকা পেয়ে থাকলেও)।
হাম-রুবেলা টিকাকরণ ( MR Vaccine) কর্মসূচিতে শিক্ষক হিসেবে আপনার ভূমিকাঃ
🔻 টিকাকরনের আগে
টিকাকরণের জন্য বিদ্যালয়ে উদ্যোগী এবং উৎসাহব্যঞ্জন যোগ পরিবেশ তৈরি করতে আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
1. সব প্রশিক্ষণ এবং সচেতনতা শিবির প্রোগ্রামে অংশগ্রহণ করুন।
2. যে সকল শিশুদের টিকা দিতে হবে তাদের একটি তালিকা তৈরি করুন।
3. টিকাকরণ কর্মসূচি কোথায় এবং কখন হবে তা ঠিক করতে মহিলা স্বাস্থ্যকর্মীকে সাহায্য করুন।
4. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে হাম-রুবেলা তথ্যসম্বলিত কার্ডটি দিন তাদের অভিভাবককে দেওয়ার জন্য।
হাম-রুবেলা টিকাকরণ ( MR Vaccine) কর্মসূচিতে শিক্ষক হিসেবে আপনার ভূমিকাঃ
🔻 টিকাকরনের সময়
টিকাকরণের জন্য সুবিধাজনক পরিবেশ যেন থাকে তা আপনাকে নিশ্চিত করতে হবে।
1. টিকাকরণের সময় সেখানে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।
2. টিকাকরণের জন্য সুবিধা জনক পরিবেশ তৈরি করুন।
3. কোন অভিভাবক কোনো প্রশ্ন করলে তার পরিষ্কার উত্তর দিন।
4. অভিভাবক যদি টিকাকরণ কেন্দ্রে আসতে চান তাহলে তাকে আসার অনুমতি দিন।
হাম-রুবেলা টিকাকরণ ( MR Vaccine) কর্মসূচিতে শিক্ষক হিসেবে আপনার ভূমিকাঃ
🔻 টিকাকরণের পরে
শিশু যেন আপনাদের নজরদারিতে ৩০ মিনিট বিশ্রাম নেয় তা নিশ্চিত করুন।
1. টিকাকরণের পর শিশুকে সাছন্দ বা আরাম করার জন্য জল বা হালকা খাবার দিন।
2. কোন শিশুর যদি জ্বর বা চোখ লাল হওয়ার লক্ষণ দেখা যায় তাহলে স্বাস্থ্যকর্মীকে জানান।
3. যদি কোন শিক্ষার্থী খুব দুর্বল বোধ করে তবে শিশুটিকে পা সামান্য উঁচু করে শুইয়ে দিন কিংবা দুই হাটুর মধ্যে মাথা রেখে বসিয়ে দিন এবং তা মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী বা নার্সকে জানান।
হাম-রুবেলা টিকাকরণ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাস্যঃ
কোন বয়সের শিশুদের এই টিকা দেওয়া উচিত?
জাতীয় কর্মসূচির অন্তর্গত এই MR Vaccine টিকার একটি মাত্র ডোজ ৯ মাস থেকে ১৫ বছর বয়স অবধি শিশুদের দিতে হবে।
এই টিকাকরণ কর্মসূচিতে কেন নয় মাস থেকে পনেরো বছর বয়স অবধি শিশুদের টিকা দেওয়া হয়?
দেখা গেছে আমাদের দেশে হাম এবং রুবেলার ঘটনা সব থেকে বেশি হয় ১৫ বছরের থেকে কম বয়সী শিশুদের মধ্যে। সেই জন্য এই বয়সের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য কেন্দ্রের বদলে স্কুলগুলিতে কেন হাম রুবেলা টিকাকরণ কর্মসূচি চালানো হচ্ছে?
MR Vaccine/ Measles & Rubella Vaccine কর্মসূচি স্কুলগুলিতে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চালানো হবে। যেহেতু ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অধিকাংশ শিশু স্কুলে যায়, তাই স্কুল গুলিতে টিকা দেওয়া হবে এবং যেসব শিশু স্কুলে যায় না তাদের অঞ্চলে আউট রিচ টিকাকরণ অধিবেশনের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। Measles & Rubella Vaccination কর্মসূচি যৌথভাবে করলে সব শিশুকে নিশ্চিত ভাবে এই টিকা দেওয়া সম্ভব।
Read more: Does your CHILD needs MR Vaccine?
0 Comments