Latest

6/recent/ticker-posts

Mid Day Meal : সরকারি স্কুলে মিড ডে মিলে থাকবে ডিম, মুরগি মাংস কিংবা মরশুমি ফল

Pm POSHAN benifit

পু
ষ্টির দিকে বিশেষ নজর দিল রাজ্য। এবার প্রতিটি স্কুলে PM POSHAN যোজনার মিড ডে মিলে মিলবে ডিম বা মুরগির মাংস কিংবা মরশুমী ফল। ২০২৩ সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে এই নতুন খাবার পাবে শিক্ষার্থীরা।

স্বাস্থ্য নিয়ে কোনরকম আপস না করে শিক্ষার্থীদের বাড়তি পুষ্টিদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয় গুলিতে PM POSHAN যোজনার আওতায় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে Mid Day Meal এর পাশাপাশি ডিম বা মুরগির মাংস কিংবা মরশুমী ফল দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এইজন্য PM POSHAN যোজনায় তিনশত একাত্তর কোটি নব্বই লাখ আটাত্তর হাজার চাশত টাকা (₹371,90,78,400) বরাদ্দ করা হয়েছে।
Mid day meal order

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে দেওয়া হবে। আর এই টাকা দিয়ে শিক্ষার্থীদের কখনও ফল, কখনো ডিম বা কখনো মাংস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে বিদ্যালয়কে। 

Highlights:
•> জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলের সঙ্গে অতিরিক্ত খাবার।
•> এইজন্য শিক্ষার্থী মোট বরাদ্দ ₹৩২০।
•> ডিম বা মুরগির মাংস কিংবা মরশুমি ফল খাওয়ানোর জন্য এই টাকা খরচ করতে হবে।
•> প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এই খাবার পাবে।

রাজ্যের 24টি জেলারা সমস্ত বিদ্যালয়ে যাতে যথাযথভাবে এই নির্দেশ মানা হয় তার জন্য দিনক্ষণ বেঁধে দিয়েছে সরকার। প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক বিতরণের তারিখ। 

বিভিন্ন স্কুল গুলিতে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয় বলে বরাবর অভিযোগ করতেন সকলে। চার মাসের জন্য হলেও সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে। Read more: Does your CHILD needs MR Vaccine?



Post a Comment

0 Comments