নমস্কার, শিক্ষার্থীগণ। আজ আমরা তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'মানুষের মতো আরো যারা' অংশের প্রশ্নোত্তর গুলি করবো। তোমাদের সুবিধার্থে খুবই সহজ, সরল ভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শ্রেণীঃ তৃতীয় শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ শরীর (মানুষের মতো আরো যারা)
মানুষের মতো আরো যারা
• যাদের কথা বললে ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল তা নীচে লেখো :
যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম | কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো | কী কী বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে |
---|---|---|
বাঁদর | দুই হাত ব্যবহার করে। ইশারা বুঝতে পারে। | কথা বলতে পারে না। লেজ আছে। |
শিম্পাঞ্জি | দু-হাত দিয়ে খায়। | মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। |
টিয়া পাখি | শেখালে কথা বলতে পারে। | উড়তে পারে। ডিম পাড়ে। |
কাঠবিড়ালি | হাতে ধরে খাবার খায়। | লেজ আছে। গাছের কোটরে থাকে। |
কুকুর | গন্ধ শুকে চিনতে পারে। | চারটে পা,লেজ আছে। |
গোরিলা | স্তন্যপায়ী প্রাণী। দু হাতে কাজ করে। | মানুষের মত বুদ্ধি নেই। |
শালিক | মানুষের কথা অনুকরণ করতে পারে। গলার স্বর শুনে নির্দিষ্ট মানুষকে চিনতে পারে। | উড়তে পারে এবং ডিম পারে। |
হাতি | বুদ্ধিমান, অনেক কিছু মনে রাখতে পারে। | লেজ আছে। বনে থাকে। |
ময়না পাখি | শেখালে কথা বলতে পারে। | উড়তে পারে। গাছে থাকে। |
উপরোক্ত তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'মানুষের মতো আরো যারা' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।
0 Comments