৩য় শ্রেণীর আমাদের পরিবেশের 'কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও' অনুশীলনের প্রশ্নোত্তর
নমস্কার, শিক্ষার্থীগণ। আমরা আজ তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও' অংশের প্রশ্নোত্তর গুলি করবো।
শ্রেণীঃ তৃতীয় শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ শরীর (কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও)
• মানুষের চার পায়ের বদলে দু-পা আর দু-হাত। তাতে মানুষের কি কি কাজে সুবিধা হয়?
খেলা | হাত ও পা ব্যবহার করে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো বিভিন্ন রকম খেলা খেলা যায়। |
খাওয়া | হাত দিয়ে আমরা সহজে ভালোভাবে খেতে পারি। |
ঘুমানো | ঘুমানোর জন্য বিছানা পরিষ্কার করতে, মশারি টাঙাতে হাতের প্রয়োজন হয়। |
চাষ করা | হাত দিয়ে আমরা চাষ করতে পারি। |
মাছ ধরা | হাত দিয়ে ছিপের সাহায্যে মাছ ধরা হয়। |
রান্না করা | রান্না করতে গেলে অবশ্যই হাতে প্রয়োজন হয়। |
উপরোক্ত তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।
0 Comments