আপনি কি এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন? কিংবা আপনি কি কোন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক? তাহলে এই পোস্টটি অবশ্যই দেখবেন...
পশ্চিমবঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি 2023 থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2023 (Madhyamik Examination) । এবারের মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তারজন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকছে।
ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। তাই তাদের যাতে কোন সমস্যা না হয়, তারজন্য WB Madhyamik Exam Helpline -এর ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক কন্ট্রোল রুমের নাম্বারের পাশাপাশি অঞ্চল ভিত্তিক হেল্পলাইন নাম্বারও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ঐ নম্বরে পরীক্ষার্থীসহ অভিভাবকরাও যোগাযোগ করতে পারেন যেকোন প্রয়োজনে। এক ফোনেই হবে সমস্যার সমাধান।
দেখে নিন WB Madhyamik Exam Helpline Numbers গুলিঃ
West Bengal Madhyamik | Control Room Contact |
---|---|
Control Room | +913323213827 |
WBBSE President Office | +913323213089 |
WBBSE Secretary Office y | +913323213816 |
Deputy Secretary (Exam.) | +919903421199 |
Assistant Secretary (Confidential) | +91877899182 |
Burdwan Regional Office | +919474021135 |
Kolkata Regional Office | +918981833898 |
Medinipur Regional Office | +919476302680 |
North Bengal Regional Office | +919609916141 |
Email (Examination) | examwbbse@gmail.com |
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবছর 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ 2023 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের জন্য পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
0 Comments