Latest

6/recent/ticker-posts

WB Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে যে ফোন নম্বরগুলো অবশ্যই থাকা দরকার

আপনি কি এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন? কিংবা আপনি কি কোন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক? তাহলে এই পোস্টটি অবশ্যই দেখবেন...

Must Have Phone Numbers for Secondary Exam Candidates

পশ্চিমবঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি 2023 থেকে  শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2023 (Madhyamik Examination) । এবারের মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তারজন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকছে।

ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। তাই তাদের যাতে কোন সমস্যা না হয়, তারজন্য WB Madhyamik Exam Helpline -এর ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক কন্ট্রোল রুমের নাম্বারের পাশাপাশি অঞ্চল ভিত্তিক হেল্পলাইন নাম্বারও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ঐ নম্বরে পরীক্ষার্থীসহ অভিভাবকরাও যোগাযোগ করতে পারেন যেকোন প্রয়োজনে। এক ফোনেই হবে সমস্যার সমাধান।

দেখে নিন WB Madhyamik Exam Helpline Numbers গুলিঃ


West Bengal Madhyamik Control Room Contact
Control Room +913323213827
WBBSE President Office +913323213089
WBBSE Secretary Office y +913323213816
Deputy Secretary (Exam.) +919903421199
Assistant Secretary (Confidential) +91877899182
Burdwan Regional Office +919474021135
Kolkata Regional Office +918981833898
Medinipur Regional Office +919476302680
North Bengal Regional Office +919609916141
Email (Examination) examwbbse@gmail.com

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবছর 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ 2023 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের জন্য পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

Post a Comment

0 Comments