West Bengal TET 2014 Eligibility Certificate |টেট সার্টিফিকেট
West Bengal Board Of Primary Education পরিচালিত ২০১৪ সালে যে প্রাথমিক টেট (Primary TET 2014) পরীক্ষা হয়েছিল তাতে আপনি যদি পাশ করে থাকেন তবে আপনার জন্য সুখবর।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পর্ষদ ২০১৪ সালের টেট কোয়ালিফাইড প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করতে চলেছে। কলকাতা হাইকোর্ট ৩০শে এপ্রিলের মধ্যে এই TET Eligibility Certificate প্রদানের নির্দেশ দিয়েছিল West Bengal Board Of Primary Education -কে এবং সেই নির্দেশ মেনেই পর্ষদ আজ সেই TET Eligibility Certificate প্রদান শুরু করল।
TET 2014 Eligibility Certificate পাবার জন্য আপনি যদি আগে নির্দিষ্ট সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করে থাকেন, তবে আপনিও আপনার টেট পাশ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ।
Download TET 2014 Eligibility Certificate :
TET 2014 Eligibility Certificate Download করার জন্যে আপনাকে নিম্নের ধাপ গুলি অনুসরণ করতে হবে -
1. West Bengal Board Of Primary Education -এর Official website [https://wbbpe.org] Open করতে হবে।
2. এরপর website-এর নীচের দিকে Click here TET 2014 Eligibility Certificate লেখা অংশে ক্লিক করতে হবে।
3. তারপর নতুন একটি পেজ খুলবে; সেখানে 'Type' এর জায়গায় 'Mobile Number' পছন্দ করুন। এবং আপনার অনলাইনে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড ছিল তা নীচের ফাঁকা জায়গায় পূরণ করে দিন। এরপর 'LOGIN' -এ ক্লিক করুন।
4. তারপর Registered Mobile Number -এ আসা OTP টি সঠিকভাবে দিন।
5. এবার আপনার TET 2014 Eligibility Certificate টি Download করুন।
অথবা সরাসরি TET 2014 Eligibility Certificate Download এর জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন - https://portal.wbbpe.org/
আরো সমস্ত রকম আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করুন।
Join Our WhatsApp Group Click Here
0 Comments