Latest

6/recent/ticker-posts

তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের 'চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা' অংশের প্রশ্নোত্তর | Class 3 Amader Poribesh Textbook Question Answer

৩য় শ্রেণীর আমাদের পরিবেশের 'চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা' অনুশীলনের প্রশ্নোত্তর
চার পাশ বারো মাস বন্ধুতে ভরা


নমস্কার, শিক্ষার্থীগণ। আমরা আজ তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা' অংশের প্রশ্নোত্তর গুলি করবো।


শ্রেণীঃ তৃতীয় শ্রেণী

বিষয়ঃ আমাদের পরিবেশ

অধ্যায়ঃ শরীর (চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা) 

• আগের পাতায় যাদের কথা হলো তাদের কী কী অঙ্গ আছে? ক-টা, কেমন? নীচে লেখো :

অঙ্গের নাম গোরু শালিখ/ কাক টিকটিকি/ গিরগিটি প্রজাপতি/ ফড়িং
পা আছে/ চারটে, বড়ো বড়ো আছে/ দুটো, ছোটো ছোটো আছে/ চারটে, ছোটো ছোটো আছে/ দুটো, ছোটো ছোটো সরু সরু
নখ আছে/ নাম: খুর ভোঁতা আছে/ ধারালো আছে/ ছোটো ছোটো নেই
লোম আছে/ গা ভর্তি, নানা রং নেই নেই নেই
দাঁত আছে/ ভোঁতা নেই নেই নেই
ডানা নেই আছে/ দুটো নেই নেই
শিং আছে/ দুটো শক্ত শক্ত নেই নেই আছে/ দুটো, নানা রং
চোখ আছে/ দুটো বড়ো বড়ো আছে/দুটো ছোটো ছোটো আছে/ দুটো ছোটো ছোটো আছে/ দুটো ছোটো ছোটো
পালক নেই আছে/ গা ভর্তি, গাঢ় বাদামি নেই নেই

লাফাতে পারে কোন কোন প্রাণী
কুকুর,হরিণ, ক্যাঙ্গারু, খরগোশ, চিতা প্রভৃতি
উড়তে পারে কোন কোন প্রাণী কাক, শালিক, পায়রা, টিয়া, চড়াই প্রভৃতি


মিল বেশি, পার্থক্য কম এমন প্রাণীদের দল করো। একটা/ দুটো করে নাম লেখা আছে, আরো নাম লেখো :

গোরু, ছাগল, ভেড়া, মোষ চড়াই, শালিক, টুনটুনি, পায়রা টিকটিকি, গিরগিটি, কাতলা, রুই, বোয়াল, ইলিশ প্রজাপতি, মৌমাছি, ফড়িং, বোলতা


উপরোক্ত তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।

Post a Comment

0 Comments