সহজেই দেখে নিন আপনার Madhyamik Result 2023
মাধ্যমিক পরীক্ষা 2023 শুরু হয়েছিল গত 23 ফেব্রুয়ারি এবং শেষ হয় 8 মার্চ । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণানুযায়ী 19 মে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
19মে 2023 এ সকাল 10 টায় ফল প্রকাশ করা হবে। এরপর বেলা 12 থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। বিদ্যালয়গুলিও পর্ষদের নির্দিষ্ট ক্যাম্পে বেলা বারোটা থেকে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার মার্কশীট সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইটে নিজের মাধ্যমিক রেজাল্ট 2023 দেখতে পাবেন।
Madhyamik Result 2023 দেখবেন কীভাবে – How To Check Madhyamik Result 2023
Madhyamik Result 2023 দেখার জন্য নীচের সহজ চারটি ধাপ অনুসরন করুন -
১) Madhyamik Result দেখার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে wbresults.nic.in প্রবেশ করতে হবে।
২) উপরিউক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে “Latest Announcement” অংশ দেখা যাবে। সেখানে “Madhyamik Pariksha (SE) Results-Year 2023” লেখা অংশে ক্লিক করতে হবে।
৩) ঐ লিঙ্কে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ (“Enter Your Roll” এবং “No.”/“Enter Date of Birth”) এবং অন্যান্য তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
৪) তারপর “Submit” বাটনে ক্লিক করলেই Madhyamik Result 2023 দেখা যাবে।
0 Comments