Latest

6/recent/ticker-posts

West Bengal Primary Education: প্রাথমিক স্কুলের পরীক্ষা হবে তিন দফায়, নয়া সূচি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ

প্রাথমিক বিদ্যালয়গুলির নতুন পরিবর্তিত পরীক্ষা সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ


পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এ বার রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য নতুন পরীক্ষা সূচির নির্দেশিকা প্রকাশ করল। বাতিল করা হয়েছে পূর্বের নির্দেশিকা।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এর নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি একাডেমিক বর্ষে তিনটি দফার পরীক্ষা নেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। প্রাথমিক বিদ্যালয়গুলির পার্বিক পরীক্ষার (সামেটিভ ইভ্যালুয়েশন) পরিবর্তিত সূচি সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের প্রকাশিত হয়েছে। 

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ -এর নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত বিদ্যালয়ের নিজেদের তৈরি প্রশ্নের ভিত্তিতে প্রত্যেকটি বিষয়ের সামেটিভ ইভ্যালুয়েশন তিনটি দফায় হবে। প্রথম পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাগুলি ২-১২ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাগুলি ১-১২ সেপ্টেম্বরের মধ্যে এবং তৃতীয় পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাগুলি  ১-১৫ ডিসেম্বরের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সামেটিভ ইভ্যালুয়েশন গুলির পূর্বে তিন পর্যায়ের  ফরমেটিভ পরীক্ষাগুলিও শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্কুলগুলিকেই দায়িত্ব নিয়ে যথাসময়ে সমস্ত পাঠ্যক্রম শেষ করতে হবে। 
Highlights
Summative 1 : Between 2nd July & 12th July, 2022

 

Summative 2 : Between 1st September & 12th September, 2022

 

Summative 3 : Between 1st December & 15th December, 2022
তবে রাজ্যের প্রাথমিক স্কুলগুলি দীর্ঘদিন বন্ধ ছিল করো না এবং গ্রীষ্মের ছুটির কারণে। তাই পড়াশুনো সেভাবে হয়নি। তাই যথাসময়ে ঠিকঠাকভাবে সিলেবাস শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষা এবং শিক্ষক সংগঠনগুলি।

Post a Comment

1 Comments