Latest

6/recent/ticker-posts

তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের 'ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা' অংশের প্রশ্নোত্তর | Class 3 Amader Poribesh Textbook Question Answer

৩য় শ্রেণীর আমাদের পরিবেশের 'ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা' অনুশীলনের প্রশ্নোত্তর


নমস্কার, শিক্ষার্থীগণ। আমরা আজ তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা' অংশের প্রশ্নোত্তর গুলি করবো।

শ্রেণীঃ তৃতীয় শ্রেণী
বিষয়ঃ আমাদের পরিবেশ
অধ্যায়ঃ শরীর (ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা) 

ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা


•কীভাবে কী করো? কী করলে কী হয়? নীচে লেখো :

কী দিয়ে আমরা শ্বাস নিই? নাক দিয়ে আমরা শ্বাস নিই।
শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? শ্বাস নিলে বুক বা ছাতি ফুলে ওঠে।
কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? মুখের ভিতরে থাকা জিভ কথা বলার সময় কাজ করে।
গান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? চোখ, দাঁত, জিভ, নাকে নোংরা জমে।

উপরোক্ত তৃতীয় শ্রেণীর 'আমাদের পরিবেশ(Amader Poribesh) বই' -এর প্রথম অধ্যায় 'শরীর' -এর 'ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা' অংশের প্রশ্নোত্তরগুলি তোমাদের লেখাপড়ায় সাহায্য করে থাকলে নীচে Comment box -এ Comment করে অবশ্যই জানাবেন।

Post a Comment

1 Comments