Latest

6/recent/ticker-posts

WB Madhyamik : প্রকাশিত হল মাধ্যমিক টেস্ট পেপার.. বিস্তারিত জানুন

Madhyamik Test Paper | মাধ্যমিক টেস্ট পেপার

Madhyamik Test Paper

র দুই মাসেরও কিছু কম সময় বাকি মাধ্যমিক পরীক্ষা হতে। এরমধ্যে টেস্ট পেপার (Madhyamik Test Paper) প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। পর্ষদ উপসচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, দু-একদিনের মধ্যেই বিদ্যালয়গুলি Madhyamik Test Paper সংগ্রহ করতে পারবে। তারপর বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সেগুলি হাতে পাবে। 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত এবারের Test Paper -এ পশ্চিমবঙ্গের ১৫৫টি বিদ্যালয়ের মোট ১৬৬টি নমুনা প্রশ্নপত্র থাকছে। তারমধ্যে বাংলা বিষয়ে ২২টি , English বিষয়ে ২৫টি, জীবন বিজ্ঞান বিষয়ে ২২টি, ভৌত বিজ্ঞান বিষয়ে ২৩টি, গণিত বিষয়ে ২৩টি, ইতিহাস বিষয়ে ২০টি এবং ভূগোল বিষয়ে ২০টি প্রশ্নপত্র থাকছে এবারের Madhyamik Test Paper এ। 

আরো দেখুনঃ   Download School Admission Form 2023

Post a Comment

0 Comments