বাংলা বারো মাসের নাম ও উৎপত্তি , বাংলা ঋতু ও ইংরেজি মাস
নমস্কার শিক্ষার্থীগণ,
আজ আমরা এই পোস্টে জানবো “বাংলা মাস" সম্পর্কে। এখন এই ইন্টারনেটের যুগে আমাদের বাংলা মাস, তারিখ কিংবা বাংলা সালের ব্যবহার হয় না বললেই চলে। হঠাৎ করে কাউকে যদি জিজ্ঞেস করেন যে, এটা বাংলা মাস কি চলছে? আমি নিশ্চিত যে অধিকাংশজনই বর্তমান বাংলার মাস -এর নাম বলতে অসমর্থ্য হবে।
আপনিও যদি মাঝেমধ্যে এমন ভুল করে থাকেন তো এই পোস্টটি আপনার জন্য। যখন যেই আপনাকে বাংলা মাস সম্পর্কে জিজ্ঞাসা করুক না কেন, আপনি সঠিক উত্তর দিতে পারবেন। চলুন দেরি না করে আমরা জেনে নেয় যাক বাংলা বারো মাসের নাম।
বাংলা মাস (Bengali Months)
🔳 বাংলা মাসের নাম (Bengali Month's Name):
|> ইংরেজি মাসের মতোই বাংলাতেও বারোটি মাস রয়েছে। বাংলা বারোটি মাসের নাম নীচে দেওয়া হলো -
১. বৈশাখ,২. জ্যৈষ্ঠ,৩. আষাঢ়,৪. শ্রাবণ,৫. ভাদ্র,৬. আশ্বিন,৭. কার্তিক,৮. অগ্রহায়ণ,৯. পৌষ,১০. মাঘ,১১. ফাল্গুন, এবং১২. চৈত্র।
🔳 বাংলা মাসের নামের উৎপত্তি (Bengali month name origin):
|> বাংলা ১২ মাসের নামগুলো উৎপত্তি হয়েছে কিছু নক্ষত্র মন্ডল, চন্দ্রের আবর্তন ও তার অবস্থানের উপর ভিত্তি করে, যেমন :
১। বিশাখা নক্ষত্রের নাম থেকেই বৈশাখ মাসের নামকরণ।
২। জৈষ্ঠা নক্ষত্রের নাম থেকেই জ্যৈষ্ঠ মাসের নামকরণ।
৩। অষধা নক্ষত্রের নাম থেকেই আষাঢ় মাসের নামকরণ।
৪। শ্রাবণা নক্ষত্রের নাম থেকেই শ্রাবণ মাসের নামকরণ।
৫। ভদ্রা নক্ষত্রের নাম থেকেই ভাদ্র মাসের নামকরণ।
৬। আশ্বিনী নক্ষত্রের নাম থেকেই আশ্বিন মাসের নামকরণ।
৭। কৃত্তিকা নক্ষত্রের নাম থেকেই কার্তিক মাসের নামকরণ।
৮। মৃগশিরা বা অগ্রহায়নী নক্ষত্রের নাম থেকেই অগ্রহায়ণ মাসের নামকরণ।
৯। পুষ্যা নক্ষত্রের নাম থেকেই পৌষ মাসের নামকরণ।১০। মঘা নক্ষত্রের নাম থেকেই মাঘ মাসের নামকরণ।
১১। ফাল্গুনি নক্ষত্রের নাম থেকেই ফাল্গুন মাসের নামকরণ।
১২। চিত্রা নক্ষত্রের নাম থেকেই চৈত্র মাসের নামকরণ।
🔳 বাংলা মাস ও ইংরেজি মাস (Bengali month and English month):
|> সাধারণত বাংলা মাস একটি ইংরেজি মাসের মধ্যবর্তি সময়ের দিক থেকে শুরু হয় এবং সেই কারণেই একটি বাংলা মাস দুটি ইংরেজি মাস ধরে চলে, যেমন :
১. এপ্রিল - মে হলো বৈশাখ মাস।
২. মে - জুন হলো জ্যৈষ্ঠ মাস।
৩. জুন - জুলাই হলো আষাঢ় মাস।
৪. জুলাই - আগস্ট হলো শ্রাবণ মাস।
৫. আগস্ট - সেপ্টেম্বর হলো ভাদ্র মাস।
৬. সেপ্টেম্বর - অক্টোবর হলো আশ্বিন মাস।
৭. অক্টোবর - নভেম্বর হলো কার্তিক মাস।
৮. নভেম্বর - ডিসেম্বর হলো অগ্রহায়ণ।
৯. ডিসেম্বর - জানুয়ারী হলো পৌষ মাস।
১০. জানুয়ারী - ফেব্রুয়ারী হলো মাঘ মাস।
১১. ফেব্রুয়ারী - মার্চ হলো ফাল্গুন মাস।
১২. মার্চ - এপ্রিল হলো চৈত্র মাস।
🔳 বাংলা মাস ও ঋতু (Bengali months and seasons):
|> আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে। যথাঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ছয়টি ঋতুর প্রতিটির মেয়াদ দুই মাস ধরা হয়।
১। গ্রীষ্ম – বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত।
২। বর্ষা – আষাঢ় থেকে শ্রাবণ মাস পর্যন্ত।
৩। শরৎ– ভাদ্র থেকে আশ্বিন মাস পর্যন্ত।
৪। হেমন্ত – কার্তিক থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত।
৫। শীত – পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত।
৬। বসন্ত – ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত।
🟥 এক নজরে বাংলা মাস ঃ
আশা করি উপরের এই আর্টিকেলটি বাংলা বারো মাস সম্পর্কে বুঝতে সাহায্য করেছে এবং সকল জিজ্ঞাসা অবসান ঘটিয়েছে। পোস্টটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে Whatsapp বা ফেসবুকে শেয়ার করো এবং কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।
1 Comments
good post of bengali months
ReplyDelete