Latest

6/recent/ticker-posts

'The' এর সঠিক উচ্চারণ কখন 'দি' এবং কখন 'দ্যা' হবে? | Correct pronunciation of 'The'

'The' এর সঠিক উচ্চারণ, ইংরেজিতে কখন (The=দি) আর কখন (The= দ্যা) উচ্চারণ করবো?
Correct pronunciation of 'The'

প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমরা ''The" শব্দটির সঠিক উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। ইংরেজি ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হলো "The" । এই শব্দটির উচ্চারণ দু'ভাবে হয়ে থাকে। কখনো The এর উচ্চারণ হয় 'দি'। আবার কখনো কখনো এই The শব্দটির উচ্চারণ হয়ে থাকে 'দ্যা'/ 'দা'। কখন 'দি' আর কখন 'দ্যা' উচ্চারণ করবো - এই ব্যাপারটা নিয়ে কমবেশি সকলেই ভুল করে ফেলি। প্রায় ৯৯% মানুষ এই ভুল করে। আমরা কখন The শব্দটির দু'টি উচ্চারণের কোন উচ্চারণটি কখন করবো তা সহজে বুঝতে পোস্টটি মনোযোগ দিয়ে দেখুন -


The কি? 

আমরা জানি যে, ইংরেজি 'The' শব্দটি মূলত একটি Article। ব্যক্তি, বস্তু, শ্রেণি বা জাতি ইত্যাদির পূর্বে 'The' ব্যবহৃত হয়। সাধারণত Noun বা নামবাচক শব্দের পূর্বেই 'The' ব্যবহৃত হয়। তবে, মাঝে মাঝে Adjective এর পূর্বেও 'The' এর ব্যবহার করা হয়।


ইংরেজিতে কখন (The=দি) আর কখন (The= দ্যা) উচ্চারণ করবো?


> যখন Vowel [a, e, i, o, u] দিয়ে শুরু হওয়া কোনো word বা শব্দের পূর্বে The ব্যবহৃত হয়, ঐ ক্ষেত্রে The শব্দের উচ্চারণ 'দি' করতে হয়। ইংরেজিতে বললে যা 'thee' এর মতো শোনায়।

যেমন:

The ('thee'/ দি) apple,

The ('thee'/ দি) egg,

The ('thee'/ দি) umbrella ইত্যাদি।




> অপরদিকে যখন word বা শব্দটি Consonant [Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর ০৫ টি Vowel (a, e, i, o, u) ব্যতিত বাকি ২১ টি letter] দিয়ে শুরু হয় এবং সেটির পূর্বে The ব্যবহৃত হলে তখন The -এর উচ্চারণ 'দ্যা' বা 'দা' হবে। ইংরেজিতে যেটি 'thuh' এর মত উচ্চারিত হয়ে থাকে। 

যেমন:

The ('thuh'/ দ্যা) cow,

The 'thuh'/ (দ্যা) boy,

The ('thuh'/ দ্যা) poor ইত্যাদি।


তবে 'The' এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। 


1. কোনো কোনো সময় word বা শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় এবং শব্দের শুরুতে Vowel sound হয়, তাহলে 'The' এর উচ্চারণ 'দি' হবে। 

যেমন:

• The ('thee'/ দি) hour,

• The ('thee'/ দি) MA,

• The ('thee'/ দি) MLA ইত্যাদি।


2. শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মত হয়, তাহলে 'The' এর উচ্চারণ 'দ্যা' বা 'দা' হবে। 

যেমন:

• The ('thuh'/ দ্যা) European,

• The ('thuh'/ দ্যা) union,

• The ('thuh'/ দ্যা) university ইত্যাদি।


3. যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বুঝানো হয়, তখন 'The' ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই 'দি' হবে, সেখানে Vowel বা Consonant দিয়ে শব্দ শুরু হলেও। এটাকে Emphatic The বলে। 

যেমন:

• I spoke to the ('thee'/ দি) queen.

• I saw the ('thee'/ দি) spider today.

• He is the ('thee'/ দি) movie. ইত্যাদি।


'The' এর সঠিক উচ্চারণ মনে রাখার নিয়মঃ


উপরোল্লিখিত ব্যতিক্রমগুলো বাদ দিয়ে সবসময় 'The' এর উচ্চারণ মনে রাখার সুবিধার্থে বেশ মজার একটি নিয়ম মনে রয়েছে। এতে The এর ব্যবহার সহজ হতে পারে। এক্ষেত্রে আমরা "দাদির CV" কথাটি মনে রাখতে পারি।


"দাদির CV" কথাটির মানে হচ্ছে, দা/দ্যা (The) হবে Consonant এর পূর্বে, আর দি (The) হবে Vowel এর পূর্বে


অর্থাৎ,


দা ('thuh'/ The) + Consonant, 

Example: The ('thuh'/ দা) book, The ('thuh'/ দা) world.


দি ('thee'/ The) + Vowel, 

Example: The ('thee'/ দি) earth, The ('thee'/ দি) end.


আশা করি 'The' এর উচ্চারণ কখন 'দি' এবং কখন 'দ্যা' হবে সেই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। 'The' এর উচ্চারণ আর ভুল হবে না। 'The' এর সঠিক উচ্চারণ - পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো ভুল করে তাদের অবশ্যই শেয়ার করবেন।

Post a Comment

1 Comments